সাত দফা নির্বাচনের পর বুথ ফেরত সমীক্ষা নিয়ে আলোচনা তুঙ্গে। এক্সিট পোলের পূর্বাভাস মিলবে কি না তা নিয়ে জোর চর্চা দেশের বিভিন্ন মহলে। টিভি থেকে অনলাইন- এক্সিট পোলের প্রভাব মিলবেই। এরমধ্যেই এক্সিট পোল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কুরুচিকর ট্যুইট করলেন অভিনেতা বিবেক ওবেরয়। যাতে অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে জড়িয়েছেন তিনি৷ আর এই মিমের জেরেই নির্বাচন কমিশনের কোপে পর্দার প্রধানমন্ত্রী৷
মিম-এর বিষয় ঐশ্বর্য রাই বচ্চনের প্রাক্তন ও বর্তমান প্রেমের সম্পর্ক। মিমে দেখানো হয়েছে তিনটি ছবি। সবার উপরে সলমন খানের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক ‘ওপিনিয়ন পোল’, বিবেকের সঙ্গে তাঁর সম্পর্ক মাঝখানে। তার তলায় লেখা ‘এগজিট পোল’, আর স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যার সঙ্গে ঐশ্বর্যের ছবিটি চিহ্নিত করা হয়েছে চূড়ান্ত ফল হিসেবে। টুইটারে এই মিম শেয়ার করেছে বিবেক লিখেছেন, ‘‘হাহা! নো পলিটিক্স হিয়ার… জাস্ট লাইফ!
ছবির মধ্যে অবশ্য ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার ছিটেফোঁটাও খুঁজে পাননি নেটিজেনরা। দ্ব্যর্থহীন ভাষায় তাঁরা জানিয়ে দিয়েছেন, এটি অত্যন্ত কুরুচিকর। মহারাষ্ট্র মহিলা কমিশন বিবেকের জবাবদিহি চেয়ে নোটিসও পাঠিয়েছে। নোটিস পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশনও। অভিনেত্রী সোনম কপূর টুইটারে লিখেছেন, ‘‘ডিসগাস্টিং অ্যান্ড ক্লাসলেস।’’
বিবেক যদিও পরে সংবাদমাধ্যমের কাছে দাবি করেন তিনি ভুল কিছু করেননি। তাঁর কথায়, ‘‘অনেকে আমাকে ক্ষমা চাইতে বলছেন। কিন্তু আমি এমন কোনও ভুল করিনি, যার জন্য ক্ষমা চাইতে হবে। নিছক মজা করেছি”৷ পর্দা আর বাস্তব দুই প্রধানমন্ত্রীরইগ বড্ড মিল৷ ওনারা ভুল মেনে নিতে জানেননা৷