বৃহস্পতিবার বিকালে বারুইপুর পূর্বের রামনগর স্কুল মাঠে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে কর্মীসভা করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। মমতা বন্দ্যোপাধ্যায় যে ৪২-এ ৪২ করার কথা তা আবারও মনে করিয়ে দিলেন তিনি।
দলীয় নেত্রীর লক্ষ্য একটাই। আর তা হল এই রাজ্যে ৪২টা আসনের মধ্যে ৪২টা আসনই তৃণমূলের দখলে আনা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধাপ্পাবাজি বন্ধ করতে দলের নেত্রীর এটাই ডাক- এমনটাই বললেন সুব্রত। তিনি আরও বলেন, “ মোদী যেভাবে মানুষকে ঠকিয়ে মিথ্যা কথা বলেছেন তাতে মানুষ আর তাঁকে ফিরিয়ে আনবেন না”।
তিনি আরও বলেন, “নরেন্দ্র মোদী সরকারের মিথ্যাচার ও ধাপ্পাবাজি বন্ধ করতে দলীয় নেত্রী দেশে ধর্মনিরপেক্ষ সরকার গড়ে তুলতে চাইছেন। এই সরকারই দেশের মানুষের জন্য কাজ করবে। দেশে জনগণের সরকার গড়ে উঠবে”। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় প্রতিনিধিত্ব করতে সমাজের সর্বস্তর থেকে প্রার্থী করেছেন। তাতে অভিনেত্রী, অভিনেতা থেকে দক্ষ রাজনীতিবিদ, খেলোয়াড় সবাই আছেন। যাদবপুর দলনেত্রীর নিজস্ব জায়গা। তাই এই কেন্দ্র থেকে অনেক বেশি লিড চাই”। এই কর্মিসভায় ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায়, বিধায়ক নির্মল মণ্ডল, সাংসদ শুভাশিস চক্রবর্তী–সহ অন্যরা। এদিন সভায় যোগ দেন তারকা প্রার্থী মিমি চক্রবর্তীও।