মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়,
পত্রের প্রথমে একজন সাধারন পুরুলিয়া বাসী হিসেবে আপনাকে জানাই ‘জোহার’ এবং প্রথমবার পুরুলিয়া সফরের জন্য জানাই সুস্বাগতম।
পুরুলিয়া জেলার অন্তর্গত পুরুলিয়া শহর সংলগ্ন রায়বাঘিনী মন্দির সংলগ্ন মাঠে চপারে ধুলো উড়িয়ে সভা করতে আসছেন শুনে যাৎপরনায় কিঞ্চিত আনন্দিত হলাম। আনন্দিত হলাম এই কারণে, বিগত পাঁচবছরে একদিন ও পুরুলিয়া আসার কোন তাগিদ আপনি অনুভব করেননি। বিগত পাঁচবছরে দেশের বাজেটে পুরুলিয়ার জন্য কোন প্রকল্প-পরিকল্পনা বরাদ্দ না করেও ভোটের তাগিদের দমকা হাওয়ায় আপনি শেষ অবধি ভোট প্রত্যাশী হয়ে পুরুলিয়া আসতে বাধ্য হয়েছেন।
কালকের নির্বাচন সভা থেকে আপনি নিশ্চয়ই আরো একবার আপনার দল ভারতীয় জনতা পার্টি কে ভোট দেবার আবেদন জানাবেন কিন্তু একজন সাধারণ পুরুলিয়া বাসী হিসেবে,বাণিজ্য- অর্থনীতি সহ সমাজবিজ্ঞানের একজন সাধারণ ছাত্র, শিক্ষক এবং গবেষক হিসেবে আপনার কাছে পুরুলিয়া সহ সারাদেশের নিরিখে বিগত পাঁচবছরে আপনার নেতৃত্বে আপনার সরকারের ‘বিকাশ’ এর মাধ্যমে দেশের যে “আচ্ছেদিনের “বাজনা আপনি ও আপনার প্রচারকেরা বাজিয়েই চলেছেন তার ভিত্তিতে এই খোলা চিঠির মধ্য দিয়ে আপনাকে পুরুলিয়ার আগামী দিনের উন্নয়ন সম্পর্কিত কয়েকটি সুনির্দিষ্ট প্রশ্ন করছি, আশা করি পুরুলিয়ার নির্বাচনী সভা থেকে আপনি ভোট চাইবার সাথে সাথে পুরুলিয়া নিয়ে আপনার ও আপনার সরকার( যদি জয়ী হয়ে আসে)এর আগামীদিনের পরিকল্পনা ব্যক্ত করবেন।
প্রথমত, পুরুলিয়ার অর্থনৈতিক উন্নয়নের জন্য আপনার সরকারের পরিকল্পনা কি? এই জেলাতে ছোট-বড়ো-মাঝারি শিল্পের জন্য আপনার সরকারের ভাবনা কি?
দ্বিতীয়ত, পুরুলিয়ার প্রান্তিক মানুষের রুটি রুজির সাথে সরাসরি সম্পর্কিত পেট্রোপন্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি ও তার নিয়ন্ত্রণ সম্পর্কে আপনার পরিকল্পনা কি?
তৃতীয়ত,পুরুলিয়ার সাথে দিল্লী এবং ভেলোর, মুম্বাই সহ চিকিৎসা-বাণিজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ রেলপথ যোগাযোগের উন্নয়নের ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি রয়েছে?
চতুর্থত,রান্নার গ্যাসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রনে আপনার কি ভাবনা রয়েছে?
পঞ্চমত ,আগামী পাঁচবছরে আপনি এবং আপনার দল সরকারে এলে পুরুলিয়ার সাথে সংযুক্ত জাতীয় সড়ক গুলির রক্ষনাবেক্ষন, মানোন্নয়ন এবং নব নির্মানের ক্ষেত্রে কি পরিকল্পনা নেবেন?
ষষ্ঠত ,পুরুলিয়ার মানুষের চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পুরুলিয়া বা পুরুলিয়া সংলগ্ন পশ্চিমবঙ্গের যেকোন জায়গাতে এইএমস বা এইএমস ধাঁচের সরকারী হাসপাতালের কি পরিকল্পনা রয়েছে?
সপ্তমত,পুরুলিয়ার প্রান্তিক বোনেদের পড়াশোনা, বিবাহযোগ্য কন্যার বিবাহ সহ প্রসুতি মা এর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আপনার পরিকল্পনা কি?
অষ্টমত,নিট বা নেট জাতীয় সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে ইংরেজীর সাথে যেমন হিন্দিভাষীরা মাতৃভাষাতে পরীক্ষা দেবার সুযোগ পান, ঠিক তেমনি আমরা বাংলা সহ কুড়মালি, অলচিকি সহ স্হানীয় মাতৃভাষার পরীক্ষা দেবার অধিকার কবে পাবো?
নবমত, পুরুলিয়ার গ্রামীন সড়ক-বিদ্যুত-পানীয়-শৌচালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনার সরকারের পরিকল্পনা কি?
দশমত, খরাপ্রবণ পুরুলিয়াতে খরা কাটিয়ে পর্যাপ্ত চাষের জন্য আপনার সরকারের পরিকল্পনা কি?
একাদশতম,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরুলিয়ার গর্ব ছৌ নাচ সহ পুরুলিয়ার বলরামপুরের লাক্ষা,চড়িদার মুখোশ সহ অনান্য কৃষিজ-খনিজ সম্পদ এর সঠিক ব্যবহার এবং রপ্তানির ক্ষেত্রে আপনার আগামী দিনের পরিকল্পনা কি?
দ্বাদশতম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরুলিয়ার সাহেব বাঁধের মানোন্নয়ন, রক্ষনাবেক্ষন সহ অযোধ্যা পাহাড়, ফূটিয়ারী ড্যাম্প সহ মুরগুমা, দুয়ারসিনী,মাঠা-পাখিপাহাড়, পাঞ্চেত, বড়ন্তী সহ সামগ্রিক পর্যটন কেন্দ্র গুলির প্রসার ঘটানোর জন্য কি ধরনের কেন্দ্রীয় পরিকল্পনা রয়েছে? আশাকরি, ৯.৫.২০১৯ এ পুরুলিয়া সৈনিক স্কুল সন্নিকটের রায়বাঘিনী মন্দির লাগোয়া মাঠে নির্বাচনী সভা থেকে বিজেপিকে ভোট দেবার আবেদন জানানোর সাথে সাথে তামাম পুরুলিয়াবাসীর বিকাশের লক্ষ্যে আমার প্রশ্নগুলির উত্তর দানের মধ্যে আগামী পাঁচবছরে আপনার প্রিয় আমাদের পুরুলিয়ার কৃষি-শিল্প-শিক্ষা-স্বাস্থ্য-পর্যটন-ঐতিহ্য সহ সার্বিক মানোন্নয়নের জন্য আপনার এবং আপনার দলের গৃহীত কেন্দ্রীয় প্রকল্পের ডিটেল তুলে ধরবেন এই আশা রাখি।
ভালো থাকবেন।
ইতি,
পুরুলিয়া বাসী মানবোত্তম সরকার
বাণিজ্য বিভাগের গবেষক, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়
মতামত লেখকের ব্যক্তিগত