খাদ্য নেই। বাসস্থান নড়বড়ে। কর্মসংস্থানের ব্যবস্থা করছে না সরকার। তাই বিজেপি শাসিত ত্রিপুরা ছেড়ে দলে দলে আদিবাসী পাড়ি দিচ্ছেন পড়শি বাংলাদেশে। ভোটের মাঝে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল বিজেপি শাসিত ত্রিপুরা সরকারের বিরুদ্ধে।
বিরোধীদের অভিযোগ, বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব শুধু রাজনৈতিক তরজার জন্যেই রয়েছেন। রাজ্যের মানুষের জন্যে তাঁর বিন্দুমাত্র ভাবনাচিন্তা নেই। আর এর স্বপক্ষে তাঁরা তুলে ধরেছেন ত্রিপুরা ও বাংলাদেশের সীমান্তবর্তী ধলাই গ্রামের কথা। যেখানকার বহু আদিবাসী মানুষ ঠিকঠাক খাবারটুকুও পাচ্ছেন না, নেই কর্মসংস্থানের সুযোগও। তাই দেদার তাঁরা সীমান্ত পেরিয়ে যাচ্ছেন বাংলাদেশে। শুধু তাই নয়, সেই গ্রামের বহু মানুষ ম্যালেরিয়াতে আক্রান্ত হলেও তাঁর কোনও তথ্যই নেই স্বাস্থ্য আধিকারিকদের কাছে। এমনকী ম্যালেরিয়ার কারণে মৃত্যুও হচ্ছে বহু মানুষের।
এই প্রসঙ্গে ত্রিপুরার সিপিএম বিধায়ক রতন ভৌমিক বলেন, ‘গত রবিবার সিপিএমের একটি প্রতিনিধি দল আগরতলা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ধলাই জেলার বিভিন্ন গ্রামে গিয়েছিল। সেখানে গিয়ে তারা লক্ষ্য করে গ্রামবাসীদের মধ্যে বেশিরভাগই ম্যালেরিয়া রোগে আক্রান্ত। কাজ-খাবার নেই। নেই সামান্য পাণীয় জলের সুবিধাও। ফলে ওই এলাকার প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা কাজ ও খাবারের সন্ধানে প্রায়শই বাংলাদেশ প্রবেশ করেন।
ধলাই পরিদর্শনের পর ত্রিপুরার স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিকের কাছে একটি স্মারকলিপিও জমা দেয় সিপিএম। তাতে ওই সমস্ত গ্রামগুলিতে অবিলম্বে স্বাস্থ্যশিবির গড়ার দাবিও জানানো হয়েছে।