চলতি লোকসভা নির্বাচন যত শেষ লগ্নের দিকে এগোচ্ছে ততই লাগাম ছাড়া হয়ে পড়ছে বিজেপির নেতা-নেত্রী। বিরোধী দলের সমর্থকদের সরাসরি হুমকির পথে নেমে এসেছেন তাঁরা। এইবার সেই তালিকায় নাম লেখালেন প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।
প্রসঙ্গত, প্রচারে বেরিয়ে দুই তৃণমূল কর্মীকে তাঁদের নিজেদের বাড়ির কাছে বসে থাকতে দেখতে পেয়ে তেড়ে যান বিজেপি প্রার্থী। তাঁদের উদ্দেশ্যে রীতিমতো হুমকি দেন তিনি। তাঁর কথায়, ‘উত্তরপ্রদেশ থেকে ১০০০ ছেলে ঢোকাব..
কিছু করতে পারবি না। বাড়ি থেকে টেনে টেনে বের করে কুকুরের মত মারব।’ নিরাপত্তা রক্ষীদের সামনেই ঘটল পুরো ঘটনা। অনেকেই ক্যামেরাবন্দি করলেন তাঁকে।
এই ঘটনার কথা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতেই তিনি ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি আরও বলেন, ‘অনেক কেস রয়েছে আপনার বিরুদ্ধে। আমরা ভদ্রতা দেখিয়ে গ্রেপ্তার করিনি। আমাদের ভয় দেখাবেন না। গ্রামসভায় যাঁর প্রার্থী হওয়ার যোগ্যতা নেই সে আবার লোকসভায় প্রার্থী হয়েছে।’ রাজনৈতিক সৌজন্যের গণ্ডি পেরোলে ফল ভাল হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা। ভারতীর এই হুমকির ভিডিও সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে জাতীয় রাজনীতিতে।