প্রকাশিত হল সিবিএসই-র ফলাফল। কথা ছিল পরীক্ষার ফর প্রকাশ হবে মে মাসের তৃতীয় সপ্তাহে। কিন্তু আচমকাই মত বদল করল CBSE বোর্ড।২০১৯ সালের দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফল ২ মে ঘোষণা করা হবে তা বৃহস্পতিবারই জানাল বোর্ড। এত দ্রুত এর আগে কখনও ফলাফল প্রকাশিত হয়নি। এ বছর পরীক্ষায় বসেছিল ১৩ লাখ পরীক্ষার্থী। বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট cbse.nic.in এবং cbseresults.nic.in-এ জানা যাচ্ছে এবছরের ফলাফল।
এবছর যৌথভাবে প্রথম হয়েছে হানসিকা শুক্লা এবং করিশ্মা আরোরা। তাদের দু’জনেরই প্রাপ্ত নম্বর ৪৯৯। অন্যান্য বছরের মতো এবছরও ছেলেদের তুলনায় মেয়েদের ফল বেশি ভালো হয়েছে বলেই জানিয়েছে CBSE বোর্ড। পরীক্ষায় পাশ করেছে ৮৮.৭০ শতাংশ ছাত্রী, ৮৩.৩ শতাংশ রূপান্তরকামী এবং ৭৯.৪ শতাংশ ছাত্র। কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুলগুলিতে পাশের হার ৯৮.৫৪ শতাংশ।
এবছরে সারা দেশে পাশের হার ৮৩.৪ শতাংশ। তিরুবনন্তপুরমে পাশের হার সবচেয়ে বেশি (৯৮.২%)। এর পরেই তালিকায় রয়েছে চেন্নাই (৯২.৯৩%) এবং দিল্লি (৯১.৮৭%)।