এবার সাহারা কেলেঙ্কারির সঙ্গে মোদীর নাম জড়িয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোম্পানির বেহাল দশার জন্য সরাসরি মোদী সরকারকে দায়ী করে মমতার অভিযোগ, মোদী সংশ্লিষ্ট নথি ‘লুকিয়েছেন’।
উত্তর ২৪ পরগনার বাগদার সভায় মোদীর নাম করে মমতা বলেন, ‘সাহারা কোম্পানির নাম শুনেছেন তো। নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করুন, সাহারা কোম্পানির কথা। সহারাকে বেসাহারা তো আপনারাই করেছেন। আপনার নামেও তো কাগজ ছিল। সে কাগজ কোথায় লুকিয়েছেন, জবাব দিন।’ মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা। বলেন, ‘এটা ২০১৬ সালের মামলা। পাঁচ বছরে তো কিছু প্রমাণ করতে পারেননি। আপনার বিরুদ্ধে মানহানির মামলা হওয়া উচিত।’
রাজ্যে ভোট প্রচারে এসে বারবার তৃণমূলের দিকে আঙুল তুলেছেন মোদী। স্বয়ং মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছেন তিনি। অন্য দিকে ‘রাজনৈতিক প্রতিহিংসায়’ তৃণমূলকে ফাঁসানো হচ্ছে বলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ করেন মমতা। এ বার খোদ মোদীর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনে মমতা দুর্নীতি নিয়ে প্রচারে গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।