অনুপমের ‘সৌজন্যবোধ’ বুঝল না তাঁর দল। বীরভূমে ভোট দিতে গিয়ে তাঁর ‘কাকা’ অনুব্রত মন্ডলের সঙ্গে ‘সৌজন্যমূলক’ সাক্ষাৎকারের জেরে তাঁর দল তাঁকে শো কজ করল। চতুর্থ দফা নির্বাচনের শেষে এইভাবে বেশ অস্বস্তিতে গেরুয়া শিবির।
প্রসঙ্গত, আজ চতুর্থ দফার ভোটের দিন আচমকাই সবাইকে চমকে দিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অনুপম হাজরা। অফিসে এসে অনুব্রতর পায়ে হাত দিয়ে প্রণাম করেন অনুপম। বলেন, ‘কাকার কাছে এসেছি। বীরভূমে অনুব্রতই শেষ কথা।’ শুধু দেখাই করা নয়, দুপুরে জমিয়ে ভাত, মাছ ও পোস্তও খান যাদবপুরের বিজেপি প্রার্থী।
এরপরই তাঁর দল এই ‘সৌজন্যমূলক’ সাক্ষাৎ-কে ভুল বুঝে শো-কজ করলেন রাজ্য বিজেপি নেতৃত্ব। যদিও পরে অনুপম হাজরা দাবি করেন তাঁর এই সাক্ষাতের পিছনে কোনও রাজনৈতিক গন্ধ নেই। নেহাতই সৌজন্যমূলক সাক্ষাতকার। সম্প্রতি অনুব্রত মণ্ডল মাতৃহারা হয়েছেন। সেই কারণে সৌজন্যবোধ থেকেই ‘কাকা’ অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেন তিনি। এছাড়াও কিছুদিন আগেই অনুপম তাঁর দলের কর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন।