তবে কি সর্ষের মধ্যেই ভূত! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক-একটি নির্বাচনী প্রচারসভায় কোটি কোটি টাকা খরচ হচ্ছে। কিন্তু তা নিয়ে কোনও খোঁজখবর করা হচ্ছে না, হচ্ছে না কোনও তদন্ত। রবিবার পূর্ব মেদিনীপুরের দুই সভা থেকে ঠিক এই ভাষায় জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু আক্রমণ করাই নয়, এহেন খরচের উৎস সম্পর্কে অন্যান্য দলের মতোই বিজেপিকে নিয়েও তদন্ত করার দাবিতে তৃণমূল কমিশনকে চিঠি দিচ্ছে বলে জানান মমতা।
এর পাশাপাশি, মোদীর মনোনয়ন কেন বাতিল হবে না, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী। গতকাল নিমতৌড়ির সভায় তিনি বলেন, ‘মোদী নমিনেশন ফাইল করতে গিয়ে কত কোটি কোটি টাকা খরচ করেছেন। কেন তার তদন্ত হবে না? তাঁর এফিডেবিটে অর্ধেক কথার জবাব হল – জানা নেই। তাহলে তিনি কী করে দেশের প্রধানমন্ত্রী হন? কেন তাঁর মনোনয়ন বাতিল হবে না? আমি একা নই। এ বিষয়ে অনেক রাজনৈতিক দলের চিঠি পেয়েছি। আমরা কমিশনকে আবেদন করব, তারা যেন প্রত্যেকটা টাকার হিসেব নেয়। সব দলের যেমন হিসেব নিচ্ছেন, তেমনই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের হিসেবও নিন।’