গেরুয়া শিবিরে ক্রমাগত গোষ্ঠীকোন্দল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা উন্নয়নমুখী প্রকল্প এবং আরও নানা কারণে বাংলায় জমি হারাচ্ছে বিজেপি। পরিস্থিতি এমনই যে বিজেপি সমর্থকরাও শেষমেশ মমতাকেই সমর্থন করছেন। এবার সে কথা সকলের কাছে তুলে ধরতেই ফেসবুকে অভিনব ভিডিও সমীক্ষা প্রচার করতে শুরু করেছেন তৃণমূলের হিতৈষীরা। দলের নেতা-মন্ত্রীদের ফেসবুক ওয়ালে গেলে সেটি দেখাও যাচ্ছে। ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতার কাজের প্রসঙ্গ তুলে প্রশ্নাবলি রাখা হয়েছে। তার সাপেক্ষে পাশের ‘বক্স’-এ ‘টিক’ বা ‘ক্রস’ দিচ্ছে একটি কলম ধরা আঙুল। যে কলম বিজেপির পক্ষপাতী বলে সমীক্ষা শুরু করেও শেষমেশ তৃণমূলেরই সমর্থক হয়ে যাচ্ছে।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের ফেসবুক ওয়ালে দেখা যাচ্ছে জনৈক দেবাংশু ভট্টাচার্য সেটি ‘শেয়ার’ করেছেন। কলমধরা হাতটি শেষে সইও করেছে ওই নামেই। ভিডিও প্রশ্নোত্তর শেষে পটভূমিকায় বাজছে একটি গান। যার ধাঁচ অনেকটা আইপিএলে ‘চেন্নাই সুপারকিংস’-এর থিম সং ‘হুইসল পোডু’র মতো। সঙ্গে ধুয়ো ‘মমতাদি আরেকবার’। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে, কলমধরা আঙুল নিজেকে বিজেপি সমর্থক বলছে। কিন্তু পরে ৯টি প্রশ্নের উত্তরে জানানো হল, বিজেপির থেকে কিছুই পাওয়া যায়নি। হিন্দুদের জন্য বিজেপি কী করেছে, এ প্রশ্নের জবাবে ‘টিক’ পড়েছে ‘হয়ত কিছু করেছে জানা নেই’–তে।
বলা ছিল, বিজেপি হলেও যেন সত্যি বলা হয়। দেখা যাচ্ছে সেনামৃত্যু থেকে শুরু করে অমিত শাহর ছেলের ব্যবসার বৃদ্ধির প্রশ্নে বিরক্ত ওই কলম। আবার হিন্দুদের জন্য মমতার বিসর্জনের কার্নিভ্যাল, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক, গঙ্গাসাগরে তীর্থকর মকুব করার প্রশ্নে সম্মতি জ্ঞাপন করেছে কলম। ইতিবাচক জবাব পাওয়া গেছে দার্জিলিং থেকে জঙ্গলমহল এখন শান্ত প্রশ্নেও। আসল মোচড় প্রায় ৬ মিনিটের ভিডিওর সবশেষে। যেখানে মুখ্যমন্ত্রীর একের পর এক উন্নয়নের কাজকে সমর্থন করতে করতে কলমধরা আঙুল সমর্থনের প্রশ্নে তৃণমূলের পাশের বক্সেই ‘টিক’ দিচ্ছে। তৃণমূলের হিতৈষীদের শুরু করা এই অভিনব ভিডিও সমীক্ষা প্রচারে ইতিমধ্যেই বেশ ভাল সাড়া মিলেছে।