লোকসভা নির্বাচনের চতুর্থ দফার নির্বাচন শেষ লগ্নে। রাজ্যের ৮ কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া হয়েছে। আর সেই ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণভাবেই চলছে এমন জানালেন রাজ্যের নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।
আজ বীরভূম থেকে কলকাতায় ফিরে তিনি বলেন, ‘আমি এখনও পর্যন্ত যা দেখেছি, তাতে সব ঠিকঠাক চলছে। নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। বাকি যা অভিযোগ আছে তা খতিয়ে দেখা হবে।’ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে রাজ্য জুড়ে। ইভিএমে গন্ডগোল, বাবুল সুপ্রিয়র হুমকি, অধীরের মস্তানি, তৃণমূলের উপর হামলা এই রকম কিছু অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন জয়গা থেকে।
এই সব বুথে পুননির্বাচন হবে কি না জানতে চাওয়া হলে অজয় নায়েক বলেন, ‘কোথায় কোথায় কী হয়েছে সেটা জানার পর সিদ্ধান্ত নেব। যদি কোনও অভিযোগ থাকে তাহলে খতিয়ে দেখব। কোনও তাড়াহুড়ো নেই। সময় মত সব সিদ্ধান্ত নেব।’