আজ কাশ্মীরের এই অবস্থার জন্য দায়ী বিজেপি সরকার। এমনই অভিযোগ করলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। বিজেপি সরকারের নীতিকেই সরাসরি আক্রমণ করেছেন তিনি তাঁর মন্তব্যের মধ্যে দিয়ে। তিনি বলেন, ‘আজ কাশ্মীরে আতংক, গুলির শব্দ, বারুদের গন্ধ৷ আর এসবই হয়েছে বিজেপির ভুল নীতির জন্য৷ পিডিপির সঙ্গে স্বার্থের জোট করে কাশ্মীরের ভবিষ্যত নষ্ট করেছে বিজেপি৷ এই জোট কাশ্মীরে বন্দুক, সন্ত্রাস, আতংক ও ভয়ের জন্ম দিয়েছে৷’
সোমবার কাশ্মীরের এক জনসভা থেকে সরাসরি মোদী সরকারকে তোপ দাগেন তিনি। তাঁর অভিযোগ যে বিজেপি সরকারই কাশ্মীরে একের পর এক বাঙ্কার তৈরি করেছে। ৩৭০এ ধারা নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। যা অশান্তি বাড়াচ্ছে কাশ্মীরে।
২০১৪ সালে লোকসভা নির্বাচনের প্রচারে মোদীর ভাষণকে কটাক্ষ করে ওমর বলেন, ‘মোদী নিজের বক্তব্যে কাশ্মীর থেকে মুফতি ও আবদুল্লা পরিবারকে সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু ২০১৫ সালে জোট করবেন বলে এই দুই পরিবারের কাছেই হাত পাতলেন৷ কিন্তু আবদুল্লা পরিবার আপনার সেই কথা ভোলেনি৷ তবে মুফতিরা ক্ষমতা আসার লোভে আপনার হাত ধরেছিল৷’
পুর্বেই ওমর আব্দুল্লা, বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ আনেন। গোটা দেশেই কাশ্মীরিদের উপর চাপ তৈরি করা হচ্ছে বলেও বিজেপিকে তোপ দাগেন তিনি। পুলওমার হামলার পর থেকেই মুসলিমদের ওপর অযথা আক্রমণ করে হচ্ছে বলে মনে করেন তিনি।
প্রসঙ্গত, পুলওয়ামার পর সেনাকে কড়া পদক্ষেপের কথা বলেছিল কেন্দ্র৷ নিরাপত্তায় কড়াকড়ি শুরু হয় গোটা উপত্যকাজুড়ে৷ সেনা অভিযানে বিপন্ন বোধ করছেন কাশ্মীরের মানুষরা৷ অন্যদিকে, দেশের নানা প্রান্তেও কাশ্মীরিদের জঙ্গি আশ্রয়দাতা হিসাবে মনে করা হচ্ছে৷ হামলা হচ্ছে কাশ্মীরি পড়ুয়া থেতে চিকিৎসক, শাল বিক্রেতাদের উপর৷ প্রাণ বিপন্ন তাদের৷ প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে নানা জল্পনা শুরু হয়৷ এই হামলার পেছনে কেন্দ্রীয় শাসক দলের মদত রয়েছে বলে দাবি করেন উপত্যকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা৷ আর তাঁর ফলস্বরূপই ওমর আব্দুল্লার এই মন্তব্য বলে মনে করেছেন বহু রাজনীতি বিশেষজ্ঞ।