নির্বাচন কমিশনের নির্দেশকে যে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার বুড়ো আঙুল দেখাচ্ছে তার প্রমাণ মিলছে প্রতি মুহূর্তে। সেই ছবিই আবারও দেখা গেল উত্তর প্রদেশের বারবাঁকি স্টেশনে। মিলল রেলের টিকিটে মোদীর ছবি দিয়ে প্রচার। এমনকী এর প্রতিবাদ করায় যাত্রীকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ।
মহম্মদ রিজভি নামে এক যুবক অভিযোগ করেন, রবিবার তিনি বারাবঁকি থেকে বারাণসীতে যাওয়ার জন্য গঙ্গা-শতদ্রু এক্সপ্রেসের একটি টিকিট কেটেছিলেন। টিকিট হাতে পেয়ে তিনি দেখেন, তার উপর মোদীর ছবি এবং গ্রামীণ আবাস যোজনার কথা উল্লেখ রয়েছে। টিকিটের পিছনের অংশে প্রকল্পের বিষয়ে বিশদে লেখা আছে। রিজভির অভিযোগ, টিকিট নিয়ে স্টেশন সুপারভাইজারকে এব্যাপারে অভিযোগ জানাতে গেলে অপমান করে ফিরে যেতে বলেন সুপারভাইজার। এরপরই তিনি এবিষয়ে সংবাদমাধ্যমের দ্বারস্থ হন।
রিজভি বলেছেন, তাঁর সঙ্গে একই জায়গায় যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন আরও দুই ব্যক্তি। তাঁরাও প্রতিবাদ করলে তাঁদেরও অপমান করা হয়। সুপারভাইজারকে এব্যাপারে প্রশ্ন করা হলে নিজেদের সাফাইয়ে তিনি বলেন, ভুল করে মোদীর ছবি দেওয়া টিকিটের একটি পেপাররোল এখনও টিকিট ভেন্ডিং মেশিনে থেকে যাওয়ার ফলেই ওই ঘটনা ঘটেছে। কমিশন আগেই রেলকে নির্দেশ দিয়েছিল আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পর রেলের টিকিট থেকে মোদীর ছবি, নানান কেন্দ্রীয় প্রকল্পের নাম সরাতে হবে। কিন্তু সেসব শুনলে তো!
এর আগে ‘ম্যায় ভি চৌকিদার’ লেখা কাপে রালের যাত্রীদের চা দেওয়া হয়েছিল। বিমানের টিকিটেও দেখা গিয়েছিল মোদীর ছবি দিয়ে প্রচার। এভাবে প্রচার করা বন্ধের নির্দেশ দিয়েছিল কমিশন। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশকে বিজেপি সরকার যে পাত্তাই দিচ্ছে না সেটাই আবার প্রমাণ হল এদিনের ঘটনায়।
