রাজ্যপালদের পদ সাংবিধানিক। কিন্তু সেটা যদি বজায় না রাখেন কোনও রাজ্যপাল তাহলে তাঁর পদ নিয়েই প্রশ্ন উঠে যায়। এমনই নজির দেখা গেল রাজস্থানে। এই রাজ্যের রাজ্যপাল খোলাখুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলে গেলেন, ‘দেশ ও সমাজের স্বার্থে নরেন্দ্র মোদির পুনরায় নির্বাচিত হওয়া জরুরী।’
এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই রাজ্যপালের মতো একটি সাংবিধানিক পদে থেকে কল্যাণ সিং কীভাবে ওই মন্তব্য করতে পারেন সেই প্রশ্ন উঠছে। কল্যাণ সিংয়ের এই মন্তব্য সম্পর্কে রাষ্ট্রপতি ভবন থেকে বলা হয়েছে, সাংবিধানিক পদে থেকে কেউ কোনও প্রার্থীর জন্য প্রচার করতে পারেন না।
কল্যাণ সিংয়ের নিজের শহর আলিগড়ে বিজেপি কর্মীরা প্রার্থী নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন কল্যাণ সিং। ক্যামেরার সামনেই তিনি বলেন, ‘আমরা বিজেপি কর্মী। সেকথা মেনে নিলে বলতে হয়, আমরা নিশ্চয়ই চাই বিজেপি জয়ী হোক। প্রত্যেকেই চাই, মোদীজি আর একবার প্রধানমন্ত্রী হন। দেশ ও জাতির স্বার্থেই তাঁর আরও একবার প্রধানমন্ত্রী হওয়া উচিত।’
উল্লেখ্য, কল্যাণ সিং দু’দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর করসেবকরা যখন বাবরি মসজিদ ভেঙে ফেলে, তখন তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। মসজিদ ভাঙার পরে তাঁর সরকারকে বরখাস্ত করা হয়। ১৯৯৯ সালে কল্যাণ বিজেপি ত্যাগ করেন। ২০০৪ সালে ফের দলে যোগ দেন। ২০০৯ সালে ফের দল ছাড়েন। সেবার আঠওয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্দল প্রার্থী হিসাবে জয়ী হন। ২০১০ সালে কল্যাণ জন ক্রান্তি পার্টি নামে একটি দল গঠন করেন। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পরে তাঁকে রাজ্যপাল নিয়োগ করা হয়।
