বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য লালকৃষ্ণ আডবানী। দেশের উপপ্রধানমন্ত্রীর পদও সামলেছেন। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা থেকে তাঁকেই বাদ দেওয়া হয়েছে। এমনকী তার পর দলের কোনও নেতা যোগাযোগও করেননি নবতিপর আডবানীর সঙ্গে। এমন আচরণ বুকে বিঁধেছে লৌহপুরুষের। ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, যে পদ্ধতিতে তাঁকে ছেঁটে ফেলা হল তাতে চূড়ান্ত মর্মাহত বোধ করছেন তিনি।
টানা ছ’বার গান্ধীনগর কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন আডবানী। গত লোকসভা নির্বাচনেও এই আসনে ৪ লাখেরও বেশী ভোটে জিতেছিলেন। কিন্তু এতদিন ধরে আডবানীর জিতে আসা গান্ধীনগর আসনে এবার বিজেপির প্রার্থী দলের সভাপতি অমিত শাহ। এই প্রথমবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনি। নির্মমভাবে এই কেন্দ্র থেকে ছেঁটে ফেলা হয়েছে লৌহপুরুষকে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আডবানী ঘনিষ্ঠ বিজেপি নেতার কথায়, ‘লোকসভা ভোটের টিকিট না দেওয়াটা কোনও বড় কথা নয়। কিন্তু যেভাবে তাঁকে বাদ দেওয়া হল তা বর্ষীয়ান ওই নেতার ক্ষেত্রে অস্মমানজনক। এমনকী তারপর থেকে কোনও বড় নেতা তাঁর সঙ্গে যোগাযোগটুকুও করেনি।’
