রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই স্ত্রীকে নিয়ে ভ্রান্ত খবর ছড়িয়ে বিজেপি ব্যক্তি আক্রমণ করছে বলে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তাঁর স্ত্রী সোনা নিয়ে বিমানবন্দরে শুল্ক দফতরের হাতে ধরা পড়েছিলেন, এমন খবরের বিন্দুমাত্র সত্যতা নেই জানিয়ে অভিষেক বলেন, ‘সিসিটিভি ফুটেজ শুল্ক দফতর প্রকাশ্যে নিয়ে আসুক। দু’কিলোগ্রাম কেন, প্রমাণ করুক দু’গ্রাম সোনা ছিল। আমি রাজনীতি ছেড়ে দেব।’
অভিষেক জানান, তাঁর স্ত্রী হওয়ার জন্যই বেছে বেছে রুজিরা নারুলাকে হেনস্থা করা হয়েছে। তিনি বলেন, ‘আমার স্ত্রীর কাছে শুল্ক দফতর গ্রিন চ্যানেলে টাকা চায়।’ এমন তোলাবাজি অনেক সাধারণ যাত্রীর সঙ্গেই করা হয়ে থাকে বলে অভিযোগ অভিষেকের। তাঁর কথায়, ‘সেই টাকা দিতে না চাওয়াতেই তাঁর স্ত্রীকে রেড চ্যানেলে নিয়ে গিয়ে হেনস্থা করা হয়। পরের দিনই সেই হেনস্থার কথা জানিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন আমার স্ত্রী।’ অভিষেকের প্রশ্ন, ‘আমার স্ত্রী হওয়া কী কোনও অপরাধ! সেই কারণেই কি তাঁকে হেনস্থা হতে হচ্ছে!’
অভিষেকের কথায়, রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে এই ব্যক্তিগত আক্রমণ করা বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সংস্কৃতি। তৃণমূল সাংসদ এ দিন কাস্টমসের পুলিশের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গ তুলে বলেন, ‘শুল্ক দফতর কি সিসিটিভি ফুটেজে দেখাতে পারবেন, যে আমার স্ত্রী তাঁর ব্যাগ তল্লাশি করতে দেননি, অথবা তিনি জোর করে বেরিয়ে এসেছেন?’ অভিষেকের প্রশ্ন, ‘আমি অমিত শাহ-র বিরুদ্ধে মামলা করেছি, সেই কারণেই কি গাত্রদাহ?’
অভিষেক সাফ বলেন, ‘রাত ১২টা ৪০-এ ব্যাঙ্কক থেকে বিমান কলকাতায় পৌঁছেছে। সেই সময় থেকে ১টা ৫৫ পর্যন্ত বিমানবন্দরের সমস্ত ফুটেজ খতিয়ে দেখা হোক। শুল্ক দফতর সমস্ত ফুটেজ সামনে আনুক। আমি চ্যালেঞ্জ করছি যে ভগ্নাংশের ফুটেজেও যদি দেখা যায় আমার স্ত্রী হিসাবে তিনি কোনও বাড়তি সুবিধে পেয়েছেন, তা হলে আমি রাজনীতি ছেড়ে দেব।’
