বিজেপি সাংসদের ছেলেকে হেরোইন-সহ গ্রেফতার করল পুলিশ। মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ সম্পাতিয়া উইকের ছেলে রাজা উইক মাদক ব্যবসার সাথে যুক্ত এই খবর আগেই ছিল পুলিশের কাছে। গত মঙ্গলবার রাতে দেভদারা এলাকার গোপন ঘাঁটি থেকে রাজা ও তার দুই বন্ধু অভিষেক লাকড়া ও শাহরুখ খানকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি সাংসদের ছেলের কাছে পাওয়া যায় ১৪টি পুরিয়া। অভিষেক ও শাহরুখের কাছ থেকে পাওয়া গেছে যথাক্রমে ২২টি ও ২৬টি পুরিয়া। ভোটের আগে এমনিতেই গেরুয়া শিবিরের চাপ ক্রমশ বাড়ছে। নোটবন্দি, রাফাল দুর্নীতি প্রভৃতি কারণে কোন ঠাসা তো হচ্ছিলই এবার মাদকদ্রব্য পাচারের ফলে বিজেপি সাংসদের ছেলে গ্রেফতার হওয়ায় আরও চাপ বাড়ল বিজেপির।
মান্দালার জেলা পঞ্চায়েতের প্রধান ছিলেন সম্পাতিয়া উইক। দু’বছর আগে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন তিনি। ধৃতদের বিরুদ্ধে ‘নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট’ (এনডিপিএস)-এ মামলা দায়ের করা হয়েছে। রাজা ও তার বন্ধুরা নিজেরা মাদকসক্ত নাকি শুধু মাদক পাচারই করে তা এখনও স্পষ্ট নয় কিন্তু এলাকার কলেজ এবং হোস্টেলগুলিতে হেরোইন পাচারের সঙ্গে তাদের যোগ রয়েছে বলে পুলিশের ধারণা।