পুলওয়ামা বিস্ফোরণ এক লহমায় কেড়ে নিয়েছে ৪৪ জন জওয়ানের প্রাণ৷ সেখানেই শেষ নয়, তার পরেও বারংবার পাকিস্তান হামলা করেছে ভারতের ওপর, তা রুখতে গিয়ে বলি হয়েছেন আরো অনেক জওয়ান৷ এই ঘটনার পরে দেশের নানা জায়গায় নিগৃহীত হয়েছেন কাশ্মীরিরা, তবুও ভয় না পেয়ে দেশকে বাঁচাতে ১৫০ জন কাশ্মীরি যুবক যোগ দিলেন আর্মিতে৷
সাহসী যুবকেরা ধর্ম এবং এলাকার সমস্যা কর ঊর্ধ্বে ওঠে জম্মু কাশ্মীররের লাইট ইম্ফেন্ট্রিতে যোগ দিলেন৷ শ্রীনগরে শনিবার ১৫২ নতুন রুটে পাসিং আউট প্যারেডের আয়োজন করা হয়৷
এই পাসিং আউট প্যারেডে প্রায় ৬০০ জন অভিভাবক এবং জওয়ানদের পরিজনেরা উপস্থিত থাকেন৷ সেনার একাধিক আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকেরা এই অনুষ্ঠানে যোগ দেন৷
সেনায় ভরতি হলে কাশ্মীরের যুবক এবং তাদের পরিবারের বিপদের আশঙ্কা থেকেই যায়৷ তারা মুল স্ত্রোতে থাকুক সেটা জঙ্গিরা মেনে নিতে পারেনা৷ ফলে তাদের সেনায় যোগ দেওয়ার পর তাঁদের পরিবারের নিরাপত্তার নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়৷ ভরতি হওয়া যুবকেরা জানাচ্ছেন তারা সেনায় থেকে দেশের জন্য কিছু করে দেখাতে চায়৷