‘অভিভাবকের মতো থেকেছেন। বিভিন্ন সময়ে আমাকে সমর্থন করেছিলেন। এটা ব্যক্তিগত ক্ষতি।’ বড়মার প্রয়াণের এভাবেই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানালেন, ‘আগামীকাল সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, গান স্যালুট দিয়ে ওনার শেষকৃত্য হবে।’

মঙ্গলবার ৮টা ৫২ মিনিটে এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন বড়মা বীণাপানি দেবী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে খবর নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘হৃদস্পন্দন বন্ধ হলেও চার ঘণ্টা রাখা হয়। সকাল ৮টায় দেহ পাইলটিং করে নিয়ে যাওয়া হবে। গান স্যালুট দিয়ে শেষকৃত্যের ব্যবস্থা করা হবে।’
বড়মার মৃত্যুর পরেই শোকজ্ঞাপন করে একটি টুইট করেন মমতা। সেখানে তিনি লেখেন, ‘বড়মা বীণাপাণি ঠাকুরের প্রয়াণে আমরা শোকস্তব্ধ। এই শোকের মুহূর্তে, ওনার পরিবার এবং মতুয়া সম্প্রদায়ের ভাই ও বোনেদের জানাই আমার সমবেদনা। গত নভেম্বর মাসে, বড়মা-র জন্মশতবার্ষিকী উপলক্ষে ওনার সাথে দেখা করার সৌভাগ্য হয়েছিল আমার। সব ব্যবস্থার তদারকি করে আমি সবে হাসপাতাল থেকে বেরোলাম। ছ’জন মন্ত্রী ওনার শেষকৃত্য সুষ্ঠভাবে সম্পন্ন করার দায়িত্বে আছেন। আগামীকাল সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, গান স্যালুট দিয়ে ওনার শেষকৃত্য হবে। ওনাকে বঙ্গ বিভূষণ সম্মান দিতে পেরে আমরা গর্বিত। ওনার আত্মার শান্তি কামনা করি।’

স্মৃতিমন্থন করে মমতা বলেন,”অভিভাবকের মতো আমার পাশে থেকেছেন। আমাকে বহুবার সমর্থন করেছেন। এটা ব্যক্তিগত ক্ষতি। রাজ্যের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ দিয়ে এসেছিলাম। মমতাবালা ঠাকুরকে ধন্যবাদ জানাচ্ছি। সারাক্ষণ মায়ের সঙ্গে ছিল। সাধ্যমতো চেষ্টা করেছে।’ মমতার কথায়, ‘মা বেঁচে থাকবেন কাজের মধ্যে দিয়ে। শিক্ষা, সামাজিক সংস্কার ও গরিব-শরণার্থীদের উন্নয়নের মধ্যে দিয়ে। দুঃখের দিনে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।’