স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা। তাই সাফ বললেন, ‘যারা গান্ধীজিকে খুন করেছে, তাদের থেকে দেশপ্রেম শিখব না’।
মঙ্গলবার নবান্ন থেকে বেরনোর সময় পুলওয়ামা হামলায় কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নিয়ে সরব হন মমতা। তীব্র আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। নাম না করে বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘আমরা হিন্দুস্তানি এটা আমাদের গর্ব। আমরা ভারতবর্ষের মানুষ এটা আমাদের গর্ব। বাংলার মাটিতে আমি জন্মগ্রহণ করেছি এটা আমার গর্ব। দেশমাতৃকা আমার গর্ব। আমার বাবা নিজেও একজন স্বাধীনতা আন্দোলন করে আসা মানুষ। আমি দেশপ্রেমের শিক্ষা তাদের থেকে নেব না যারা গান্ধীজিকে খুন করেছে।’
পুলওয়ামার ঘটনায় কেন্দ্রের ব্যর্থতার কথা উল্লেখ করে মমতা প্রশ্ন তোলেন, ‘কেউ প্রশ্ন করলেই তাঁকে দেশদ্রোহী বানিয়ে দিচ্ছে। পাকিস্তানি বানিয়ে দিচ্ছে।” তাঁর প্রশ্ন, “কেন জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি হবে? কেন মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা হলো না? আগে থেকে ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা সত্ত্বেও! কে দায়ী?’
মমতার কথায়, ‘মোদীবাবু আজকে প্রধানমন্ত্রী পদের লজ্জা। বিজেপি পার্টিটাকে মোদী, অমিত শাহ প্রাইভেট কোম্পানি বানিয়ে ফেলেছেন।’ সঠিক তথ্য তুলে ধরা হচ্ছে না বলে মুখ্যমন্ত্রী বেশ কিছু জাতীয় স্তরের টিভি চ্যানেলেরও সমালোচনা করেন এ দিন। মমতা বলেন, ‘উনি প্রধানমন্ত্রী পদের লজ্জা। তাঁকে সমর্থন দিচ্ছেন কিছু ন্যাশনাল চ্যানেল। হয়তো ভিকটিম অব দ্য সারকামটান্সেস হবে।’
