বিধানসভা ওয়াকআউট করেছেন বিরোধী কংগ্রেস এবং সিপিএমের নেতারা। বেরিয়ে যাচ্ছেন সভা ছেড়ে। সেই সময়ে সঙ্গীদের ফেলে ওয়াকআউট লাটে তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছুটলেন শিলিগুড়ির মেয়র তথা সিপিএমের প্রবীন নেতা অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি পুরসভার বকেয়া অর্থের জন্য তদ্বির করতে হবে যে। ওয়াকআউটে গেলে সেটা সম্ভব নয়। তাই সঙ্গীদের ছেড়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য।
পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে শিলিগুড়িতে বিজেপিকে ঠেকানোর আর্জিও জানিয়েছেন অশোক। যা শুনে একাংশ সিপিএম কর্মীর আক্ষেপ, ‘বিজেপিকে ঠেকাতে মমতার হাত শক্ত করতে হবে – অশোকবাবুর মতো যদি সিপিএমের শীর্ষ নেতারাও এটা বুঝতেন’!
বিধানসভায় বিরতিতে মমতার সঙ্গে বৈঠকও করেন অশোক। বৈঠক সেরে বেরিয়ে আসেন হাসিমুখে। অর্থাৎ কার্যোদ্ধার হয়েছে। হাসতে হাসতেই জানান, ‘শিলিগুড়ি পুরসভার বকেয়া অর্থের ব্যাপারে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। খুব তাড়াতাড়ি বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। পুরমন্ত্রীকে এই বিষয়ে দেখতেও বলেছেন তিনি’।
কয়েকদিন আগেই নেতাজি ইন্ডোরে তৃণমূলের বৈঠকে মমতা বলেছিলেন, ‘সিপিএম বিজেপির কাছে বিকিয়ে গেছে। সিপিএমের সাইনবোর্ড এখন বিজেপি তৈরি করে দিচ্ছে। জানা গেছে, অশোকের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে বিজেপির উত্থানের এই প্রসঙ্গও উঠেছে। মুখ্যমন্ত্রীর কাছে শিলিগুড়িতে বিজেপিকে ঠেকিয়ে রাখার আর্জি জানিয়েছেন অশোক। মুখ্যমন্ত্রীকে বলেন, ‘শিলিগুড়িতে আমরা কিন্তু বিজেপিকে বাড়তে দিই নি’।