দেশ থেকে সাম্প্রদায়িক বিজেপিকে নির্মূল করতে বিরোধীদের একজোট হয়ে লড়তে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফর্মুলায় ইতিমধ্যেই সাফল্য এসেছে কর্ণাটকে। যা দেখেছে গোটা দেশ। জানা গেছে, এবার সেই ফর্মুলার ওপর ভর করেই কংগ্রেসের সমর্থন নিয়ে জম্মু-কাশ্মীরের চিরপ্রতিদ্বন্দ্বী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লা রাজ্যে সরকার গঠনের জন্য জোট গঠন করতে পারেন।
ইতিমধ্যেই কংগ্রেস নেতৃত্ব মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সঙ্গে জোটে সমর্থন জানিয়েছে এবং ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স তাঁকে বাইরে থেকে সমর্থন করতে পারে বলেই সূত্রের খবর। জানা গেছে, তিন পক্ষের মধ্যে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই জোট তৈরি হলে বিজেপির সরকার গঠনের লক্ষ্যকে কোণঠাসা করা যাবে বলেই মনে করছেন রাজনীতিবিদরা।
জম্মু-কাশ্মীরের বিধানসভায় ৮৭ সদস্যের মধ্যে পিডিপির ২৮ জন, কংগ্রেসের ১২ জন এবং ন্যাশনাল কনফারেন্সের ১৫ জন বিধায়ক আছে। যার যোগফল সেখানের সংখ্যাগরিষ্ঠ আসন ৪৪টির চেয়েও বেশি। বৃহস্পতিবার প্রত্যাশিত এই ঘোষণা সামনে আসবে বলেই খবর। বুধবার বারামুলার পিডিপি সংসদ সদস্য তথা পিডিপি নেতা মুজাফফ্র বাগ, সাজ্জাদ লোনের সঙ্গে এক বৈঠকের ইঙ্গিত দিয়েছিলেন এবং বলেন পিডিপির মধ্যেই এমন মানুষ রয়েছেন যারা নির্বাচিত সরকার চায়। ফলে জোটের জল এখন কোনদিকে গড়ায়, সে দিকেই চোখ থাকবে সকলের।