খোলা আকাশের নীচে দিন কাটাতে হবে না আর। এবার মাথার উপর ছাদ পাবে রাজ্যে দারিদ্র্যসীমার নীচে থাকা মানুষেরা। কারণ ‘আমার বাড়ি’ প্রকল্পে দেওয়া হচ্ছে আরও ৪০ লক্ষ বাড়ি। মঙ্গলবার বিধানসভায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানিয়েছেন।
গতকাল বাম বিধায়ক খগেন মুর্মু বলেন, ‘গীতাঞ্জলি বা আমার বাড়ি প্রকল্প এখনও সব গরিব মানুষের কাছে পৌঁছচ্ছে না। এই বিষয়টি আপনারা দেখুন।’ নেপাল মাহাতোও একই কথা বলেন। এরপর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিভাগীয় মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। তিনি বিষয়টি দেখবেন।’
এরপরই গতকাল অব্দি আবাসন মন্ত্রীর দায়িত্বে থাকা শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘এই প্রকল্পে কোনও বৈষম্য হয় না। সাংসদ, বিধায়ক, পঞ্চায়েতের তালিকা অনুসারে এই প্রকল্পের আওতায় বাড়ি করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরন্তর গরীব মানুষদের জন্য উন্নয়নমূলক কাজ করে চলেছেন।’
‘আমার বাড়ি’ প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘রাজ্যের তরফে ২৫ লক্ষ বাড়ি ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। এবার আরও ৪০ লক্ষ বাড়ি দেওয়া হচ্ছে রাজ্যের গরীব মানুষদের।’