এক ব্যবসায়ীকে সিবিআই মামলা থেকে রেহাই দিতে বহু কোটি টাকা ঘুষ নিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার এক সদস্য। সুপ্রিম কোর্টে এমনই বিস্ফোরক দাবি করে ফের মোদী সরকারকে তীব্র অস্বস্তিতে ফেলে দিলেন সিবিআই কর্তা মণীশ কুমার সিনহা।
উল্লেখ্য, সিবিআইয়ের বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করছিলেন সিবিআই অফিসার মণীষ কুমার সিনহা। পরে তাঁকে বদলি করে দেওয়া হয়। এরপর আজ সোমবার সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করে তিনি বলেন, রাকেশ আস্থানার বিরুদ্ধে তদন্ত করতে নেমে বিস্ফোরক তথ্য হাতে পেয়েছেন তিনি। এক ব্যবসায়ীকে সিবিআই মামলা থেকে রেহাই দিতে বহু কোটি টাকা ঘুষ নিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার এক সদস্য। এ ব্যাপারে তাঁর কাছে এমন সব তথ্য প্রমাণ রয়েছে যা দেখে সুপ্রিম কোর্টও চমকে যাবে। এই দাবি করে আগামীকাল মঙ্গলবারই তাঁর পিটিশনের শুনানির দাবি করেন মণীশ।
শুধু রাকেশ আস্থানার বিরুদ্ধেই নয়, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্তের সঙ্গে জড়িত ছিলেন মণীশ কুমার সিনহা। তার মধ্যে অন্যতম সেলিব্রিটি হীরে ব্যবসায়ী নীরব মোদী ও তাঁর বিরুদ্ধে ব্যাঙ্ক কেলেঙ্কারি। মণীশের বক্তব্য, এই সব তদন্তের গতিমুখ ঘুরিয়ে দিতেই তাঁকে রাতারাতি বদলি করা হয়েছে। কারণ, তাঁর তদন্তের বেশ কিছু রাঘববোয়ালের নাম উঠে আসছিল। তাতে শুধু রাকেশ আস্থানা বিপদে পড়তেন তা নয় ক্ষমতাশীল অনেক লোকের বিপদ হয়ে যেত।