রাজ্যে ক্ষমতায় এসেই পিছিয়ে পড়া এবং দারিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলাদের সবলা করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই স্বনির্ভর গোষ্ঠী স্বনিযুক্তি দফতরের উদ্যোগে রাজ্যে শুরু হয় সবলা মেলা। এবারও বসেছে সেই সবলা মেলা আসর।
মেলা প্রাঙ্গণের স্টলগুলিতে গ্রাহকদের সামনেই ঢেকিতে ছেঁটে চাল তৈরি করে তা থেকে সেখানেই পিঠে বানিয়ে দেওয়া হচ্ছে। হাল ফ্যাশনের কর্পোরেট গিফটের আইটেম, বাঁকুড়ার ডোকরার সামগ্রী, বাংলার ঐতিহ্য সমৃদ্ধ রকমারি শাড়ি। সল্টলেক সেন্ট্রালপার্কে জমজমাট হয়ে উঠল রবিবারের সবলা মেলা।
পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেডের জেনারেল ম্যানেজার সাদিক জামান জানালেন, ‘গতবারের থেকে এবার স্টলের সংখ্যা অনেক বেড়েছে। এবার মেলায় স্টলের সংখ্যা ৩৩১।’
প্রত্যন্ত এলাকার তরুণ থেকে গুজরাতি গৃহবধুরাও এখানে স্টল দিয়েছেন। মেলার প্রথম রবিবারের কেনাকাটার হারে খুশি বিক্রেতারাও। মেলায় রয়েছে তুলাইপাঞ্জি চাল, বাঁকুড়ার ডোকরার সামগ্রী, কালনার মসলিন। রয়েছে স্বনির্ভরগোষ্ঠীর ২২ জন মহিলার তৈরি খাবারের স্টলও। ১৬ নভেম্বর শুরু হওয়া এই সবলা মেলা চলবে এ মাসের ২৫ তারিখ পর্যন্ত।