সিবিআই ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়ে গেল সিপিএম। সিবিআইয়ের মতো একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে যেভাবে অবাধ ‘রাজনৈতিক কার্যসিদ্ধি’র অভিযোগ তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী, আজ তাতেই সহমত পোষণ করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। যা নিয়ে সিপিএমের অন্দরেই শুরু হয়েছে জোর চর্চা।
সীতারাম ইয়েচুরির এমন মন্তব্যে তুমুল অস্বস্তিতে আলিমুদ্দিন। তৃণমূলের বিরোধিতায় কসুর করছে না তারা। এর মধ্যে সিবিআই ইস্যুতে ইয়েচুরি এভাবে মমতার পাশে দাঁড়ানোয় এখন মুখ লুকনোর জায়গা খুঁজছে তারা।
নয়া দিল্লীতে একটি সাংবাদিক সম্মেলনে নাম না করে মমতার পক্ষ নেন সীতারাম। বলেন, ‘আইনশৃঙ্খলা রাজ্যের আভ্যন্তরীণ বিষয়। তাই রাজ্য সরকারের অনুমতি ব্যতীত সিবিআই কোনও রাজ্যে তদন্তে যেতে পারে না’। এই মন্তব্য তেলঙ্গনার মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং বাংলার মুখ্যমন্ত্রী সিবিআইয়ের তদন্ত সংক্রান্ত যে সিদ্ধান্ত নিয়েছেন তাকেই স্বাগত জানালেন ইয়েচুরি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
নেতাজি ইন্ডোরে দলের বর্ধিত কমিটির বৈঠকে বক্তব্য পেশ করতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পাশাপাশি সিপিএমের বিরুদ্ধেও আক্রমণ শানিয়ে বলেছিলেন, ‘সিপিএম পার্টিটা বিজেপির কাছে বিকিয়ে গিয়েছে। রাম আর বাম একই’। মমতার এই কড়া মন্তব্যের পরেও সিবিআই প্রসঙ্গে সীতারাম ইয়েচুরি বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোয় ক্ষুব্ধ দলের একাংশ। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপিকে হারাতে হলে মমতার হাত শক্ত করা ছাড়া গতি নেই, সেটা এতদিনে বুঝেছে সিপিএম। তাই ইয়েচুরির এই বোধোদয়।