ববির বাহারি রোশনাইতে এবার আলোকিত হবে বাংলার অলিগলি। আসন্ন কালীপুজো ও দীপাবলির রাত আলো করতে বাজারে হাজির ‘ববি স্পেশাল তুবড়ি’।
দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির হাড়ালে নতুন তৈরি লাল রঙের ৯ ছটাকি খোলে হাজার টাকার দামের এই স্পেশাল তুবড়ি ইতিমধ্যেই অনেকের মন জয় করেছে। এর বিশেষত্ব হল, এটি বাজারচলতি তুবড়ির চেয়ে অনেকটা বড়। একসঙ্গে সাতটি রং ফোয়ারার মতো বেরবে। ৩০ ফুট পর্যন্ত আলোর ফুলঝুরি উঠে যাবে। শুধু তাই নয়, অন্য তুবড়ির স্থায়িত্ব যেখানে ১০ থেকে ১৫ সেকেন্ড। সেখানে এই তুবড়িতে ৫০ সেকেন্ড পর্যন্ত চলবে আলোর ফুলঝুরি।
হাড়ালের বাসিন্দা নস্কর পরিবার বাজি তৈরি ও বিক্রির সঙ্গে পঞ্চাশ বছর ধরে যুক্ত। প্রতিবছর নতুন আলোর বাজি তৈরি নিয়ে অনেকদিন ধরে কাজ করছে। পরিবারের এক সদস্য বিধান নস্কর বলেন, ৯ ছটাকের এত বড় তুবড়ি এ যাবৎ কেউ করেনি। আগে থেকে কুমোরদের দিয়ে বিশেষভাবে এই খোল তৈরির জন্য অর্ডার দেওয়া হয়েছিল। একটি খোলের দাম ৩০০ টাকা। এরপর কাঁচামাল ও কারিগরের খরচ সব মিলিয়ে অনেকটা দাম বেড়ে গিয়েছে। চাহিদা বেড়েছে বুঝতে পেরে উৎপাদন বাড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।