আজ ১১ সেপ্টেম্বর মঙ্গলবার শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির ভাষণের ১২৫ বছর পূর্তি। এই উপলক্ষে সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে রামকৃষ্ণ মঠ ও মিশন। এই কর্মসূচীর আনুষ্ঠানিক সূচনা করতে আজ বেলুড় মঠে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে পৌরহিত্য করবেন মঠের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ।প্রধান অতিথি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ আমন্ত্রিত অতিথি কলকাতার ব্রিটিশ হাই কমিশনার ব্রুস বাকনেল। মঠে ভগিনী নিবেদিতার প্রতি উৎসর্গীকৃত একটি ভবনেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
স্বামীজির বক্তৃতার ১২৫ বছর পূর্তি উপলক্ষে ১১ সেপ্টেম্বরকে সম্প্রীতি দিবস হিসাবে চিহ্নিত করেছে রাজ্য সরকার। সারা সপ্তাহ ধরে অনুষ্ঠান চলার পর ১৯ সেপ্টেম্বর রবীন্দ্র সদনে হবে সমাপ্তি অনুষ্ঠান।
মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরান্দ জানান, সারা বিশ্বের ২৬টি দেশে পালিত হবে এই উৎসব। এই উপলক্ষে বিবেকানন্দের শিকাগো বক্তৃতা সংবলিত পুস্তিকা ‘বিবেকচেতনায় উদ্ভাসিত জগৎ’ আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করবেন অধ্যক্ষ মহারাজ। এই বইয়ের প্রায় পঞ্চাশ লক্ষ কপি দেশ-বিদেশের বিভিন্ন স্কুলে পাঠানো হয়েছে।