কাফিল খানের ভাইয়ের হত্যার ঘটনায় আরও বেকায়দায় যোগী সরকার। বিআরডি মেডিকেল কলেজের শিশু চিকিৎসক কাফিল খান সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে অভিযোগ করেছেন তাঁর ভাইকে হত্যা করার জন্য বিজেপি সাংসদ কমলেস পাসোয়ান খুনি ভাড়া করেছিল। সেকারণেই পুলিস তদন্তে উদাসীন। উত্তর প্রদেশ পুলিস যে কারোর নির্দেশে চলছে সেটা তদন্তের গতি প্রকৃতিতেই স্পষ্ট বলেও অভিযোগ করেছেন তিনি।
কাফিল খানের অভিযোগ ভাইয়ের খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এক সপ্তাহ পেরিয়ে গেলেও কাউকে পুলিস গ্রেপ্তার করতে পারেনি। যেহেতু তার ভাইকে খুন করার জন্য ভাড়াটে খুনিদের কাজে লাগিয়েছিলেন বিজেপি সাংসদ কমলেশ পাসোয়ান, সেকারণেই পুলিস তদন্ত শুরু করতে চাইছে না।
বিজেপি সাংসদ কমলেশ পাসোয়ান এবং বল্লভ প্লাজার মালিক সতীশ নানগালিয়া খুনি ভাড়া করেছিল এমন অভিযোগের পর কাফিল দাবি করেছেন কোনও রকম পারিবারিক শত্রুতা কমলেশের সঙ্গে তাঁর ভাইয়ের ছিল না। শুধু মাত্র আমার কাকার একটি জমি দখল করতে চেয়েছিল বিজেপি সাংসদ এবং সতীশ। তার জেরেই এই পরিণতি বলে দাবি করেছেন। ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কাফিল।